Date : 2024-04-26

ফেংসুই শাস্ত্রের কিছু টিপস্। দেখে নিন এক নজরে

বাড়িতে পড়ে একের পর এক ডিগ্রির সার্টিফিকেট,রোজ কোথাও না কোথাও ইন্টারভিউ। কিন্তু কিছুতেই সাফল্য আসছে না? হতাশায় ভুগছেন? পরিশ্রম আর একাগ্রতায় খামতি নেই কিন্তু তবু কেন সাফল্যের মুখ দেখছেন না? আপনার এই সমস্যা মেটাতে ফেংসুই শাস্ত্রের কিছু টিপস্। দেখে নিন এক নজরে…

১.বাড়ি পরিচ্ছন্ন রাখুন সবসময়। বাড়তি জিনিস বাড়িতে না রেখে ফেলে দিন। বাড়িতে পুরনো জিনিস জমিয়ে রাখবেন না। খাটের তলা থেকে ঘরের কোণ নিট এন্ড ক্লিন রাখুন সবসময়।


২. আপনার আদর্শের ছবি ঘরে রাখুন। উত্তরপূর্ব দিকে মুখ করে লাগান এই ছবি। যাঁরা নতুন চাকরি পেতে চাইছেন তারা এই পদ্ধতি প্রয়োগ করতেই পারেন।


৩.ঘরের সদর দরজা পরিষ্কার রাখুন সবসময়। বাড়িতে ঢোকার রাস্তা সবসময় পরিষ্কার রাখতে ভুলবেন না। ফেংশুই মতে,এই টেকনিকেই আপনি জীবনে সুখের মুখ দেখবেন। বাড়বে চাকরির সুবর্ণ সুযোগ।


৪.বাড়ির উত্তর দিকে একটি পাত্রে জল রেখে,তাতে ফুল সাজিয়ে রাখুন।
৫.দরজার মুখোমুখি আয়না না রাখার চেষ্টা করুন।