Date : 2024-04-20

সফটওয়্যার কোম্পানির মালিক ১৩-র ভারতীয়, তাক লাগলো বিশ্ববাসীকে

ওয়েব ডেস্কঃ বয়স মাত্র ১৩ বছর। ভারতীয়। এর মধ্যেই দুবাইয়ে এক আস্ত সফটওয়্যার কোম্পানির মালিক সে। শুধু তাই নয়, ৯ বছর বয়সে সে মোবাইল অ্যাপ তৈরি করে চমকে দেয় গোটা বিশ্বকে। কিশোরের নাম আদিত্থন রাজেশ। ভারতীয় এই কিশোরের বাড়ি কেরলের থিরুভিল্লায়। তবে আদিত্থন রাজেশ পাঁচ বছর বয়সেই বাবা-মার সঙ্গে দুবাই চলে যান। এরপর সেখানেই পড়াশোনা। ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে ১৩-র এই ভারতীয় কিশোরের নাম বেশ চর্চিত। মোবাইল অ্যাপ তৈরির কথা রাজেশের থেকে জানতে চাওয়া হলে সে জানায়, শুধুমাত্র তার বোরডম কাটাতে এই অ্যাপ তৈরি। তাছাড়া ইতিমধ্যেই ওই কিশোর ১২ টি কোম্পানির জন্য লোগো ও ওয়েবসাইট তৈরি করে ফেলেছে।
বয়স যখন পাঁচ, তখন থেকেই কম্পিউটার নিয়ে নাড়াচাড়া শুরু তার৷ আর এবার ১৩ বছর বয়সে সে লঞ্চ করল তার কোম্পানি ‘Trinet Solutions’. বর্তমানে রাজেশের এই সংস্থাতে তিনজন কর্মী কাজ করেন। যারা সকলেই রাজেশের স্কুলের বন্ধু৷ রাজেশের ফেসবুক বায়োতে লেখা ‘আমি কোড এবং আমার নিজের অ্যাপ্লিকেশন এবং গেম ডিজাইন করতে ভালোবাসি।’ এরমধ্যেই দুবাইয়ের আমেরিকান ইউনিভার্সিটি অফ শারজা থেকে সায়েন্স ইনফরমেটিকসের ওপর একটি ডিগ্রিও রাজেশের ঝুলিতে প্রবেশ করেছে।