Date : 2024-04-25

অভিমান থেকেই কি আত্মহত্যার চেষ্টা মূক-বধির দুই ছাত্রীর?

বর্ধমান: আবাসনের মধ্যে আত্মহত্যার চেষ্টা দুই মূক ও বধির আবাসিকের। পূর্ব বর্ধমান জেলার কালনার বৈদ্যপুর এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা আবাসিকে ছড়িয়ে পড়তেই উদ্ধার করা হয় ওই দুই আবাসিককে। দুই আবাসিক সপ্তম শ্রেণীর ছাত্রী বলে জানা গিয়েছে। এদিন রাতেই তাদের কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে একজনের অবস্থা গুরুতর হলে তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, তারা কালনা থানার বৈদ্যপুর বিকাশ ভারতী প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে থাকে। এদিন রাতে হোমের একটি ঘরে ওই দুই ছাত্রী গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার বেশ কিছু সময় পড়ে ওই আবাসনের অন্য আবাসিকরা বিষয়টি দেখতে পেয়ে হোমের কর্মীদের খবর দেয়। তড়িঘড়ি ওই দুই ছাত্রীকে উদ্ধার করে হোমের কর্মীরা। তবে ঠিক কি কারণে এই আত্মহত্যার চেষ্টা তা এখনও স্পষ্ট নয়। আবাসন সূত্রে খবর, এদিন হোমের কয়েকজন আবাসিকের সঙ্গে ওই দুই ছাত্রীর বচসা হয়। তার জেরেই ওই দুই ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বলে অনুমান করছে আবাসন কর্মীরা।