Date : 2024-04-19

স্কুলের সময় বন্ধ থাকবে পণ্য বোঝাই লরি, দাবি পড়ুয়াদের

ওয়েব ডেস্ক: স্কুল চলাকালীন রাস্তা দিয়ে অবিরত চলাচল করে বালি বোঝাই লরি, ট্র্যাক। আর সেই কারণে প্রায় প্রতিদিনই পড়ুয়াদের কমবেশি বিপদের সম্মুখীন হতে হয়। বারংবার এই সমস্যার কথা চালকদের জানানো হলেও কোনও লাভ হয়নি। তাই এবার পড়ুয়ারা নিজেরাই পথে নামল বেপরোয়া বালি বোঝাই লরির দৌরাত্ম্য রুখতে। পূর্ব বর্ধমানের মেমারি এক ব্লকের পাল্লারোড বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা ও তাদের অভিভাবকরা রাস্তা অবরোধে সামিল হন। ফলে বেশ কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে পড়ে বর্ধমানের পাল্লারোড এলাকা। পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ, প্রতিদিন পণ্যবোঝাই লরি যাতায়াত করায় স্কুলের রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে রোজ কোনও না কোনও পড়ুয়ার স্কুলে পৌঁছতে দেরি হয়। আর এতেই সমস্যা। এছাড়াও অনেক সময় বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে হয় পড়ুয়াদের। তাই, স্কুল চলাকালীন যাতে কোনও পণ্যবোঝাই লরি বা ডাম্পার না চলাচল করে সেই দাবিতেই সরব হয় স্কুল পড়ুয়া ও তাদের অভিভাবকরা। এদিন অবরোধকারীরা স্কুল শুরুর সময়ের ও ছুটির সময়ে অর্থাৎ সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪ টে পর্যন্ত বালির গাড়ি বন্ধ রাখার দাবি জানানো হয়। একই সঙ্গে অযথা হর্ন ব্যবহার বন্ধ করা, গাড়ি আস্তে চালানো, রাস্তার ধারের জমা বালি সরিয়ে ফেলা ও বালি ত্রিপল চাপা দিয়ে নিয়ে যাওয়ার দাবিও জানান পড়ুয়া ও তাদের অভিভাবকরা। তবে পড়ুয়াদের এই দাবি মেনে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন স্থানীয় কাউন্সিলর।