Date : 2024-03-28

বেলুড়ে পালিত হল বিবেকানন্দের জন্মবার্ষিকী

হাওড়া: স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মবার্ষিকী জুড়ে রাজ্যে পালিত হচ্ছে স্বামীজির জন্মবার্ষিকী উৎসব। উৎসবে মেতে উঠেছে রামকৃষ্ণ মিশনের প্রাণকেন্দ্র হাওড়ার বেলুড়মঠ। ৩৫ তম যুব দিবস উপলক্ষ্যে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন বৈদিক মন্ত্রোচ্চারণ ও সমবেত সংগীত অনুষ্ঠিতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সকালে বেলুড় মঠের প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীগণ এই সমবেত সঙ্গীত এবং বৈদিক মন্ত্রপাঠে অংশগ্রহণ করেন। আজ ভোরে প্রথমে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। তারপর মঠ প্রাঙ্গণ থেকে শুরু হয় প্রভাতফেরী। এরপর উদ্বোধন সংগীত পরিবেশন করেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্ররা। বৈদিক মন্ত্রপাঠে অংশ নেন বিবেকানন্দ বিদ্যালয় বেলুড় মঠের ছাত্ররা। বাংলায় প্রস্তাবনা উপস্থাপিত হয় রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শান্তেশানন্দ মহারাজের উপস্থিতিতে। এরপর সঙ্গীত, গীতি আলেখ্য, সেতারবাদ্য, কবিতালেখ্য, সভাপতির ভাষণ, যোগ-ব্যায়াম প্রদর্শন, সমাপ্তি সঙ্গীত সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই বেলুড় মঠে অগণিত মানুষ ভিড় জমিয়েছেন। এসেছে বিদেশ থেকেও ভক্তরা।