Date : 2024-04-24

নয়া দিল্লিতে বিজেপি জাতীয় পরিষদের বৈঠকে বিরোধীদের একহাত নিলেন মোদী…

নয়াদিল্লি:দেশে শক্তিশালী এবং মজবুত সরকার তৈরি করতে পারে কেবলমাত্র বিজেপিই। ২০১৯ লোকসভা নির্বাচনে যে বিজেপি বিরোধী জোট তৈরির চেষ্টা চলছে,তা আসলে দেশের শাসন ব্যবস্থাকে দুর্বল করে তুলবে। শনিবার নয়াদিল্লিতে বিজেপি জাতীয় পরিষদের বৈঠকে দলীয় কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতে বিরোধীদের জোট প্রচেষ্টাকে এ ভাবেই কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। দীর্ঘ দিনের শত্রুতা ভুলে উত্তরপ্রদেশে জোটবদ্ধ ভাবে লোকসভা নির্বাচনে লড়ার কথা ঘোষণা করেছে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি। এবারের নির্বাচন যে ততটা সহজ হবে না সে বার্তাই দিতে চাইছে বিরোধী দলগুলি। এদিন নয়াদিল্লিতে ভাষণ দিতে গিয়ে বিরোধীদের কটাক্ষের সুরে নরেন্দ্র মোদী বলেন,‘‘স্বাধীন ভারতের ইতিহাসে মহাজোটের প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থ প্রচেষ্টা নিয়ে ফের পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা চালাচ্ছে বিরোধীরা।’’যদিও সপা-বসপা জোট বা উত্তরপ্রদেশ নয়, মোদীর আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিল মূলত কংগ্রেসই। তিনি আরও বলেন, ‘‘পরাজয় নিশ্চিত জেনেও জোট তৈরিতে ব্যর্থ চেষ্টা চালাচ্ছে কংগ্রেস।’’