Date : 2024-04-19

লোকসভা ভোটে বিজেপিকে রুখতে জোটবদ্ধ সপা-বসপা

লখনউ: লোকসভা ভোটের আনুষ্ঠানিক দামামা বেজে গিয়েছে। এবার লড়াই যে খুব একটা সহজ হবে না তার স্পস্ট ইঙ্গিত দিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। আসন্ন লোকসভা ভোটে উত্তরপ্রদেশে শত্রুপক্ষকে দমন করতে জোট বাঁধলেন সমাজবাদী পার্টি -র সঙ্গে। এদিন জোট প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণার পর মায়াবতী বলেন, নরেন্দ্র মোদী আর অমিত শাহের শান্তির ঘুম ছোটাতেই তাদের এই সিদ্ধান্ত। এর আগে উত্তরপ্রদেশে ১৯৯৩ সালে জোটবদ্ধ হয়েছিল সপা এবং বসপা। তৎকালীন সময়ে সেই জোটের নেতৃত্বে ছিলেন কাঁসিরাম ও মুলায়ম সিংহ যাদব। তাদের নেতৃত্বেই উত্তরপ্রদেশে সরকার গড়েছিল এই জোট। মায়াবতীর দাবি এই জোট সমাজের গরিষ্ঠ অংশের মানুষের জোট। উত্তরপ্রদেশের দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জোট। এ দিন লখনউয়ে বেলা ১২টা নাগাদ শুরু হয় মায়াবতী ও অখিলেশ সিংহ যাদবের যৌথ সাংবাদিক সম্মেলন। তাঁরা বলেন আমজনতার এই জোটই বিজেপিকে পরাস্ত করবে।তবে এই জোটকে আমল দিতে রাজি নন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর মতে জোট হোক বা মহাজোট এবার ২০১৪ সালের চেয়েও ভাল করবে বিজেপি। তিনি আরও বলেন, গত লোকসভা ভোটে উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে ৭৩টিতে জয়ী হয়েছিল বিজেপি। অস্তিত্ব ছিল না শরিক দল বসপার। সপা পেয়েছিল মাত্র ৫টি আসন আর কংগ্রেসের ঝুলিতে ছিল মাত্র ২টি আসন। ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে রাজ্যের মোট ৮০টি লোকসভা আসনে কে কোথায় লড়বেন । অমেঠী আর রায়বরেলী আসনে প্রার্থী দেওয়ার কোনও পরিকল্পনা নেই জোটের। রাহুল গাঁধী ও সনিয়া গাঁধীর ওই দু’টি আসন ছাড়া আর দু’টি আসন ছোট শরিকদের ছেড়ে দেবে সপা-বসপা জোট। কিন্তু কংগ্রেসকে কেন জোটসঙ্গী করা হল না?এর উত্তরে মায়াবতী বলেন,‘‘কেন্দ্রে বিজেপি আর কংগ্রেস, একই মুদ্রার এ-পিঠ আর ও-পিঠ। ওই দুই সরকারের আমলেই প্রচুর দুর্নীতি হয়েছে।”