Date : 2024-04-18

ঠিক কি কাজ করে এই সেক্স রোবট?

ওয়েব ডেস্ক: সেক্স আর প্রযুক্তির মেল বন্ধন। নতুন বছরেই বিশ্ব বাজার কাঁপাতে চলেছে ওরাল সেক্স রোবট। ডিভাইসটির নাম ‘অটোব্লো এ আই’। আবিষ্কর্তা বিজ্ঞানী ব্রায়ান স্লোয়ান। ১০০ ঘন্টা পর্ন দেখার পর ব্লোজবের ১০ টি পদ্ধতি রোবটটিতে ইন্সটলেশন করা হয়। গত তিন বছর ধরে বিজ্ঞানীরা এই যন্ত্রটি নিয়ে গবেষণা করে চলেছেন। ওরাল সেক্সের সময় একজন পুরুষের কিরকম অভিজ্ঞতা হয় সে বিষয়ে পরীক্ষা চালিয়েই এই যন্ত্রের আবিষ্কার। প্রায় ২ লক্ষ মানুষের সঙ্গে কথা বলে যন্ত্রটি বানিয়েছেন নির্মাতারা। বিজ্ঞানী ব্রায়ান স্লোয়ান জানান, এই যন্ত্র ব্যবহার করলে কোনও যন্ত্রের অনুভূতি হবে না। হুবহু মানব শরীরের স্বাদ পাবেন ব্যবহারকারীরা। মহিলাদের মুখের আদলে তৈরি করা হয়েছে যন্ত্রটিকে। যন্ত্রের সঙ্গে থাকছে ব্যবহারের পদ্ধতিও। তবে ব্লোজবের ক্ষেত্রে শুধুমাত্র একটি পদ্ধতি থাকছে না, থাকবে বিভিন্ন ভাবে ব্যবহারের উপায়। আর এই প্রতিটি অপশনের ব্যবহার পদ্ধতি লেখা থাকবে ক্রেতাদের জন্য। স্লোয়ানের দাবি, প্রায় প্রত্যেকদিন পৃথিবীর কোনও না কোনও প্রান্তে নতুন প্রযুক্তির সন্ধান মেলে। তবে এই প্রথম ব্লোজবের মেকানিকস প্রযুক্তিতে উঠে এল। এই রোবট কিনতে গেলে পকেটের ওজনও তেমন হতে হবে। যন্ত্রটি কিনতে খরচ পড়বে প্রায় ৩৪৯ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৭ হাজার ৩৭২ টাকা। ভারতে যন্ত্রটি ২০১৯-এর মধ্যেই এসে যাবে বলে মনে করছেন সংস্থার কর্তারা।