Date : 2024-04-20

কুম্ভমেলায় পূণ্যার্থীদের টুইটারে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

এলাহাবাদ: আজ থেকে প্রয়াগরাজে শুরু হল কুম্ভমেলা। এদিন ভোরবেলা থেকেই গঙ্গায় পুণ্যস্নান শুরু করেন পূণ্যার্থীরা। প্রথমে জুনা আখড়ার সাধুরা এই পূণ্যস্নানের সূচনা করেন। তারপর স্নান শুরু করেন সাধারণ পূণ্যার্থীরা। প্রয়াগরাজে দিনকয়েকের এই মেলায় দেশ-বিদেশ থেকে ভিড় জমিয়েছেন বহু মানুষ। তাঁদের থাকার জন্য সবরকমের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছে। এরই মধ্যে মেলা শুরুর আগে ঘটে বিপত্তি। দিগম্বর আখড়ার রান্নার সময় সিলিন্ডারে বিস্ফোরণ হয়। যদিও ক্ষয়ক্ষতি তেমন হয়নি। এদিন সকালে টুইট করে পূণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াগরাজের কুম্ভমেলায় সকলকে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন নরেন্দ্র মোদী। প্রসঙ্গত গত ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াগরাজে গিয়েছিলেন। সেইবার মেলার আয়োজনের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। ৩৬৬ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের সূচনাও করেন তিনি।