Date : 2024-03-29

লোকসভার আগে ফের ধাক্কা পদ্মশিবিরের…

ওয়েব ডেস্ক: ২০১৯-এর লোকসভা ভোটের আগে ফের বড়সড় ধাক্কা বিজেপির। গণতন্ত্র বাঁচাও যাত্রা তথা রথযাত্রার অনুমতি দিল না শীর্ষ আদালত। মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে। অশান্তির আশঙ্কা রয়েছে বলেই রথযাত্রায় অনুমতি দেয়নি রাজ্য সরকার। রাজ্যের আশঙ্কা অমূলক নয়, এমনই মত প্রদান শীর্ষ আদালতের ৷ তবে সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে, গেরুয়া শিবির চাইলে রাজ্যে মিটিং-মিছিল করতে পারবে। কিন্তু রথযাত্রায় কোনও অনুমতি এখনই দেওয়া হচ্ছে না তাদের। এদিনের রায়কে রাজ্য সরকারের বড় জয় হিসাবেই দেখছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, রাজ্যে রথযাত্রার চারদিনের কর্মসূচী ছিল। বীরভূম থেকে গঙ্গাসাগর হয়ে কলকাতা আসার কথা ছিল এই রথযাত্রা। ৪২টি লোকসভা ও ২৩টি জেলা অতিক্রম করার পরিকল্পনা করেছিল পদ্মশিবির। এই প্রসঙ্গে আইসিসি-র মুখপাত্র তথা বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিং ভি জানিয়েছেন, এই রথযাত্রা কোনও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রথযাত্রা নয়। বরং, ধর্মীয় মেরুকরনের ব্যাপক ছাপ রয়েছে এই রথযাত্রায়। এই রাজ্যে বিভিন্ন ধর্মীয় ভাবাবেগের মানুষ বসবাস করেন। বিজেপির গণতন্ত্র বাঁচাও রথযাত্রা সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাঘাত করতে পারে। তাই এই রথযাত্রায় রাজ্য সরকার কোনও অনুমতি দেবে না বলে জানিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টও রথযাত্রার অনুমতি দেননি। সাংবিধানিক বেঞ্চে মঙ্গলবার এমনই রায় দেওয়া হয়। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার শীর্ষ আদালতের এই রায়ে রীতিমতো জোড় ধাক্কা রাজ্য বিজেপি তথা ভারতীয় জনতা পার্টির।