Date : 2024-03-28

শিক্ষক-শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ওয়েব ডেস্ক: টাকা তছরুপের অভিযোগে দুপুর থেকে রাত পর্যন্ত শিক্ষক-শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ দেখায় অবিভাবক ও এলাকাবাসীরা। অশোকনগর ২০ নম্বর ওয়ার্ডের আস্রাফাবাদ এলাকার নবভারতী শিক্ষা নিকেতন হাইস্কুলে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। অভিভাবকদের অভিযোগ, গত পাঁচ বছর ধরে স্কুলের কোনরকম অডিট করানো হয়নি। স্কুল সব সময় অপরিস্কার রাখা হয়। কোনও উন্নয়ন করা হয়নি। ঠিক মতো পড়াশোনা হয় না। এছাড়াও স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল উন্নয়নের প্রায় সাত লক্ষ টাকা তছরূপের অভিযোগ ওঠে। সঙ্গে স্কুলের পরিকাঠামো ভেঙে ও স্কুল পরিবেশ খারাপ করারও অভিযোগ উঠেছে। তবে একাধিকবার সময় নিলেও এই টাকার কোনও হিসাব দেখাতে পারেনি প্রধান শিক্ষক। ক্ষোভের বশে পড়ুয়াদের অভিভাবকরা প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের স্কুলের মধ্যে ঘেরাও করে আটকে রাখে। রাত ৯টা পর্যন্ত আটক করে রাখা হয় তাদের। পরে অবশ্য খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অশোকনগর ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিদ্যুত কাঞ্জিলাল। প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে ঘেরাও তুলে নেন অভিভাবকরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে এর থেকে বড় আন্দোলন পথে নামবেন অভিবাবকরা এমনটাই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।