Date : 2024-04-19

এবার পরিবহণ দফতরে বদলি করা হল রাকেশ আস্থানাকে…

নয়াদিল্লি: অলোক ভার্মার পর এবার রাকেশ আস্থানা। অসামরিক বিমান পরিবহণ দফতরে বদলি করা হল সিবিআইয়ের এই স্পেশাল ডিরেক্টরকে। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে । আস্থানার পাশাপাশি সিবিআইয়ের অন্য তিন আধিকারিক এ কে শর্মা, এম কে সিনহা, জয়ন্ত নইকরনভারেকেও সরিয়ে দেওয়া হয়েছে। একটি দুর্নীতির মামলায় গত ১৫ অক্টোবর রাকেশ আস্থানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সিবিআই। এরপর ভিজিল্যান্স কমিশন ২৩ অক্টোবর আস্থানাকে সরিয়ে দেওয়ার সুপারিশ করে। অলোক ভার্মা এবং রাকেশ আস্থানার এই সংঘাত সিবিআই বনাম সিবিআইকে শিরোনামে আসে। সংঘাতের জেরেই অলোক ভার্মা এবং রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠানো হয়। প্রসঙ্গত, রাকেশ আস্থানা ও অলোক ভার্মা একে অপরের বিরুদ্ধে ঘুষের অভিযোগ তুলেছিলেন। শেষ পর্যন্ত অলোক ভার্মাকে দমকল দফতরে ডিজি পদে পাঠানো হয়। তবে তিনি সেই পদ নিয়ে অস্বীকার করেন।