Date : 2024-04-19

পথ কুকুরের বাড়বাড়ন্তে উদ্বিগ্ন কলকাতা পুরসভা…

কলকাতা: শহরের রাজপথে সারমেয়দের দৌঁড়াত্বে উদ্বিগ্ন কলকাতা পুরসভা। সম্প্রতি এনআরএস হাসপাতালে কুকুর নিধন কান্ডে টনক নড়েছে কলকাতা পুরসভার। বৃহস্পতিবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতিন ঘোষ এই বিষয়ে দীর্ঘক্ষণ বৈঠক। বৈঠক শেষে এই বিষয় নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন কলকাতার পথে কুকুরের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই মুহুর্তে কলকাতার পথে প্রায় দেড় লক্ষ সারমেয়র বাস। এই বিপুুল সংখ্যক পথ কুকুরদের কথা ভেবে কলকাতা পুরসভা ডগ পাউন্ড তৈরী করবে। ধাপা আর এন্টালি তে যে ডগ পাউন্ড রয়েছে সেখানেই অস্থায়ী ভাবে ডগ পাউন্ড করা হবে। ডগ পাউন্ডগুলিকে ৫ তলা করা হবে। উপরে থাকবে কুকুরদের থাকার জায়গা। এর নিচে থাকবে অস্থায়ী ও.টি যেখানে কুকুর নির্বীজকরণ করা হবে। এই প্রক্রিয়ায় নিয়োগ করা হবে পশু চিকিৎসকদের। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে পশুর ডাক্তার ও কর্মীদের। একএকটি ডগ পাউন্ডে রোজ এক থেকে দের হাজার কুকুর এর নির্বীজকরন ও স্টেরিলাইজেশন করা হবে। এই ঘোষণার পাশাপাশি কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে বলেন, “মানেকা গান্ধি শুধু ফোন করেন। রাজ্য সরকার প্রাথমিকভাবে তিন কোটি টাকা দিচ্ছে এই প্রকল্পের জন্য। পরবর্তী সময় এই প্রকল্পে জন্য আরো টাকা দিতে প্রস্তুত রাজ্য সরকার”। পথ কুকুরদের সমস্যা থেকে শহরবাসীকে মুক্তি দিতে আগামীদিনে আরো বেশ কয়েকটি ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুরসভা এই বলে আশ্বাস দিয়েছেন মেয়র।