Date : 2024-04-19

শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাইকোর্টের রায়ে স্বস্তি দিলীপের…

কলকাতা: বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। ২০১৬ সালে বিজেপির সদস্য অশোক সরকার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাইকোর্ট একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। সেই মামলার শুনানি চলাকালীন মামলাকারী অশোক সরকারের দাবি করেন ২০১৬ সালে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার শিক্ষাগত যোগ্যতার যে শংসাপত্র কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছিলেন সেটা সঠিক ছিল না। দীর্ঘমেয়াদি মামলা সূত্রে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার বিগত মাসে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া দিলীপ ঘোষের সমস্ত তথ্য রিপোর্ট আকারে আদালতে পেশ করার নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক কেন্দ্রীয় নির্বাচন কমিশন শুক্রবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জমা দেন সেই রিপোর্ট। তাতে দেখা যায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ থেকেই স্নাতক পাস করেছিলেন। সেই রিপোর্ট দেখার পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মামলাটি খারিজ করে দেন। পাশাপাশি তিনি জানান যে কারোর শিক্ষাগত যোগ্যতা নিয়ে জনস্বার্থ মামলা হয় না। মামলাকারী অশোক সরকারকে আদালত ভবিষ্যতে এই ধরনের মামলা করার ক্ষেত্রে সচেতন থাকার হুঁশিয়ারি দেয়। অযথা এই ধরনের নিয়ে অতিরিক্ত জরিমানা হতে পারে আইনজীবীর বিরুদ্ধে।