Date : 2024-03-29

মেলবোর্নের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় ভারতের…

ওয়েব ডেস্ক: মেলবোর্নে তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় ভারতের। অজিদের মাটিতে প্রথমবার দ্বিপাক্ষিক একদিনের সিরিজ জয় কোহলির টিম ইন্ডিয়ার। টেস্টের পর একদিনের সিরিজও ২-১ ফলে জিতল ভারত। যুজবেন্দ্র চাহলের ৬ উইকেট এবং ধোনির ৮৭ রানের দুরন্ত ইনিংসের জেরেই অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে ধরাশায়ী করল কোহলি অ্যান্ড কোম্পানি। প্রথম ওয়ানডে-তে মুখ থুবড়ে পড়লেও দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতায় ফিরেছিল ভারত। আর এবার একেবারে সিরিজ জয়। এদিন মেলবোর্নে টসে জিতেও প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাটিং-এ নেমে ২৩০ রানে অলআউট হয়ে যায় অজিবাহিনী। এদিন ভারতীয় দলে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। কুলদীপ যাদবের জায়গায় চাহাল, রায়ুডুর জায়গায় কেদার যাদব ও সিরাজের জায়গায় বিজয় শঙ্কর। ওভারকাস্ট কন্ডিশনে প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিলেন দুই পেস বোলার মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার। প্রথমেই দুই ওপেনার অ্যালেক্স ক্যারি ও অ্যারন ফিঞ্চকে দ্রুত প্যাভিলিয়নে ফেরান ভুবনেশ্বর। তারপর কিছুটা রান তোলার চেষ্টা করেন খোয়াজা ও শন মার্শ। ৪৮.৪ ওভারে মাত্র ২৩০ রানে টিম ইন্ডিয়ার বোলিং-এ ধরাশায়ী হয় অজিবাহিনী। এদিন দুরন্ত বোলিংয়ের সৌজন্যে ম্যাচের সেরা চাহাল। টানা তিন ম্যাচে অর্ধশতরান করে সিরিজের সেরা হলেন মহেন্দ্র সিং ধোনি।