Date : 2024-04-19

‘আগামী ১০০ বছর কেউ এমন ব্রিগেড জমায়েত করতে পারবে না’: জ্যোতিপ্রিয় মল্লিক

ওয়েব ডেস্ক: ‘রাজনৈতিক জীবনে আজকের ব্রিগেড সমাবেশ ঐতিহাসিক দিন। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দলগুলোকে একই মঞ্চে আনতে পেরেছেন। কোনও রাজনৈতিক দল এখনও পর্যন্ত একই মঞ্চে আনতে পারেননি। বাংলায় এতদিন পর্যন্ত যারা মুখ্যমন্ত্রী হয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’,বললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ ২০ টি রাজনৈতিক দলের মহাসমাবেশে জনতার প্লাবন শহরে। সকাল থেকে লক্ষ লক্ষ মানুষ ব্রিগেডমুখী। শিয়ালদহ ও হাওড়া স্টেশন, বাবুঘাট লঞ্চ ঘাটেও জনতার ঢেউ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কেউ সড়ক পথে কেউ রেলপথে কেউ বা জলপথে পাড়ি দিয়েছেন ব্রিগেডের এই সভাকে সার্থক করে তুলতে। ১৯-এর লোকসভা ভোটের আগে ব্রিগেডের এই সমাবেশ আবারও রাজ্যে বিজেপি বিরোধিতার রণডঙ্কা ঘোষণা করলো। এই মঞ্চে একদিকে যেমন কংগ্রেসের প্রতিনিধি মল্লিকা অর্ডুন খাড়গে, অভিষেক মনু সিং ভি রয়েছেন ঠিক তেমনই থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌরা, ফারুক আবদুল্লা, চন্দ্রবাবু নাইডু, অখিলেশ যাদব। রয়েছেন বিজেপি বিরোধি শিবিরের কেন্দ্রস্তরীয় নেতৃবর্গ। মমতার ঐক্যবদ্ধ ভারত স্লোগানকে সমর্থন করে জাতীয় কংগ্রেসের সভাপতি রাহল গান্ধীর চিঠিতে বার্তা দিয়েছেন, ‘আগামী দিনে দেশ গঠনে বাংলাই নেতৃত্ব দেবে।