Date : 2024-03-27

ভারতীয় নাগরিকত্ব ছাড়লেন মেহুল চোকসি…

ওয়েব ডেস্ক: দেশে ফেরার কোনও ইচ্ছেই নেই। প্রত্যর্পন ঠেকাতে অ্যান্টিগায় ভারতীয় হাই কমিশনে পাসপোর্ট জমা দিয়ে ভারতীয় নাগরিকত্ব ছাড়লেন পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। অ্যান্টিগার নাগরিকত্ব নিয়েছিলেন আগেই। এবার পাসপোর্ট জমা দিয়ে ভারতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন চৌকসি। ঋণখেলাপের ঘটনায় ৫৯ বছরের এই ব্যবসায়ী ও তাঁর ভাইপো নীরব মোদীর নাম জড়িয়ে যায়। তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই চৌকসি অ্যান্টিগায় চলে যান। প্রায় এক বছর ধরে সেখানেই রয়েছেন তিনি। জানিয়েছেন তদন্তে তিনি সব ধরণের সহযোগিতায় রাজি। কিন্তু তাঁর শারীরিক অবস্থা ভালো নয় তাই ৪১ ঘণ্টা বিমানযাত্রা করে তাঁর পক্ষে ভারতে আসা সম্ভব নয়। এদিকে আর্থিক তছরুপের অভিযোগে অভিযুক্তদের দেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ভারতে ফেরাতে তত্পর হয়েছে মোদী সরকার। তাঁর এই পদক্ষেপে বড়সড় ধাক্কা খেল ভারত সরকার।