Date : 2024-03-28

ছোট ব্যবসায়ীদের মন জয় করতে কল্পতরু মোদী সরকার…

ওয়েব ডেস্ক: নোটবন্দির পর জিএসটি। আর এই পদক্ষেপে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছেন ছোট ব্যবসায়ীরা। তাদের দাবি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি অনুৎপাদক সম্পদের বোঝায় নাজেহাল হয়ে পড়ায় ঋণ পেতেও বেগ পেতে হয়েছে তাঁদের। তবে ভোটের মুখে আর কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ নরেন্দ্র মোদী সরকার। এবার ছোট ব্যবসায়ীদের মন পেতে একগুচ্ছ প্রকল্পের ভাবনা-চিন্তা করছে কেন্দ্র। এর মধ্যে রয়েছে কম খরচে ঋণ ও বিনা খরচে দুর্ঘটনা বিমার সুবিধা, পেনশন,ব্যবসায় ঋণের ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার পরিকল্পনা। এদিকে ঋণের রাস্তা প্রশস্ত করতে রিজার্ভ ব্যাঙ্কের উপরে ক্রমাগত চাপ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি যাঁদের বিক্রি ৫ কোটি টাকার মধ্যে, তাঁরা ব্যাঙ্ক থেকে ঋণ নিলে সুদে যাতে ২ শতাংশ ছাড় পান, সে ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে সরকারের। ঋণের পরিমাণ বেশ কিছুটা বাড়াতে, তা দেওয়ার জন্য ব্যাঙ্কগুলিকে বিশেষ কাউন্টার খোলার কথাও বলার পরিকল্পনা করছে সরকার। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়াল জানিয়েছেন, বর্তমানে মোট ৭ কোটি ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে মাত্র ৪% ব্যাঙ্ক ঋণের সুবিধা গ্রহন করতে পারেন। সংশ্লিষ্ট মহলের দাবি,তিন রাজ্যে বিধানসভা ভোটে খারাপ ফলের পর আর রিস্ক নিতে চাইছে না বিজেপি। ছোট ব্যবসায়ীদের মন জয় করে ভোট ব্যঙ্ক টানতে চাইছে বিজেপি, এমনই মত বিশেষজ্ঞদের।