Date : 2024-04-25

৪ লক্ষ কর্মী নিয়োগ করবে রেল…

ওয়েব ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের নজরে কর্মসংস্থান। উচ্চবর্ণের সংরক্ষণের পর এই প্রথমবার কর্মী নিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ ২০২১ সালের মধ্যে প্রায় ৪ লক্ষ কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল, এমনটাই জানিয়েছেন তিনি। মন্ত্রী পীযূষ গোয়েল আরও জানান,গত বছর যে ১.৫০ লক্ষ শূণ্যপদে বিজ্ঞপ্তি জারি করে রেল,তার নিয়োগ প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বর্তমানে বেশ কয়েকজন কর্মী অবসর নেওয়ায় ২.২৫-২.৫০ লক্ষ শূন্যপদ তৈরি হয়েছে৷ চাকরি করতে আগ্রহী বেশিরভাগ ছাত্র-ছাত্রীরাই রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারি চাকরির খোঁজ করেন। মোদি সরকার ক্ষমতায় আসার আগে দেশে কর্মহীনের সংখ্যা কম ছিল না বলেও কংগ্রেসকে সমালোচনা বিদ্ধ করেন তিনি৷ তিনি আরও বলেন, “শূন্যপদের নিরিখে প্রচুর সংখ্যক আবেদন পত্র জমা পড়ছে৷ হিসাবের নিরিখে বোঝা যায় কত বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী রয়েছে এই দেশে৷”