Date : 2024-04-20

সাংবাদিকদের সুরক্ষায় নয়া আইন…

ওয়েব ডেস্ক: সাংবাদিকদের সুরক্ষায় নয়া আইন প্রণয়নের পথে ইমরান সরকার। দেশর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, সাংবাদিকদের সুরক্ষায় এ ধরনের আইন প্রণয়নের পরিকল্পনা করছে তাঁর মন্ত্রণালয়। জীবনের সুরক্ষার পাশাপাশি সাংবাদিকদের স্বাস্থ্যের সুরক্ষার দিকেও নজর দিতে চলেছে পাকিস্তান সরকার। স্বাস্থ্য সুরক্ষার জন্য ইনসোরেন্সের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা। এ ছাড়া সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, যেসব দেশে সাংবাদিকদের প্রাণের ঝুঁকি সবচেয়ে বেশী, তার মধ্যে পাকিস্তান অন্যতম। অপহরণ অথবা প্রাণনাশ, সাংবাদিকেদের প্রতি পদে থাকে নানা ঝুঁকি । বিগত পাঁচ বছরে পাকিস্তানে কমপক্ষে ২৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। ২০১৮ সালে বিশ্বে কমপক্ষে ৫৩ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র দক্ষিণ এশিয়াতেই নিহত হয়েছেন ১৯ জন।