Date : 2024-03-29

বড়সড় হামলার হাত থেকে রক্ষা পেল রাজধানী

ওয়েব ডেস্ক: রাজধানীতে জঙ্গি হামলার ছক। সাধারণতন্ত্র দিবসের আগে ধরা পড়ল কাশ্মীরের জইশ-ই মহম্মদ সংগঠনের দুই জঙ্গি। ধৃত দুই জঙ্গির নাম আবদুল লতিফ গনাই ওরফে দিলাওয়ার ও হিলাল। পুলিশ সূত্রে খবর, সাধারণতন্ত্র দিবসে সরকারি অনুষ্ঠান চলাকালীন হামলার ছক কষেছিল তারা।দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার প্রমোদ কুশওহা জানান,২০ ও ২১ জানুয়ারি রাতে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় আবদুল লতিফকে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। তারা জানতে পারেন, শ্রীনগরে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ঐ জঙ্গি । জইশ ও মহম্মদ জঙ্গি সংগঠনের সদস্য। রাজধানীতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানস্থলে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তাদের। এরপরই পুলিশের একটি বিশেষ টিম পাঠানো হয় কাশ্মীরে। আবদুল লতিফের ডেরা থেকে দুটি আইইডি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীনগরের বান্দিপোরা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লির সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে হামলার ছক করেছিল হিলাল নামে এক জঙ্গি। তাকেও গ্রেফতার করে পুলিশ। সাধারণতন্ত্র দিবসের আগে দেশের বিভিন্ন এয়ারপোর্ট ও রেলস্টেশনগুলো কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।