Date : 2024-04-20

চন্দ্রবাবুর সঙ্গ ত্যাগ করল কংগ্রেস…

ওয়েব ডেস্ক: ভোটের আগে জোটে ভাঙন। চন্দ্রবাবু নাইডুর সঙ্গ ত্যাগ করল কংগ্রেস। অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা আসনে একা লড়ার কথা ঘোষণা করল হাইকম্যান্ড। পশ্চিমবঙ্গেও নির্বাচনে একা লড়ার প্রস্তুতি নিচ্ছে রাহুল গান্ধীর দল। এদিন কংগ্রেস নেতা উমেন চান্ডি ঘোষণা করেন, অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা আসন ও ১৭৫টি বিধানসভা আসনে একা লড়বে কংগ্রেস। অন্ধ্রপ্রদেশে তেলগু দেশম পার্টি ও কংগ্রেসের মধ্যে মহাজোট হচ্ছে না। এর আগে তেলেঙ্গানায় বিধানসভা ভোটে তেলগু দেশম পার্টির সঙ্গে জোটবদ্ধ হয় কংগ্রেস। চূড়ান্ত ব্যর্থ হয় সেই জোট। বুধবারই এন চন্দ্রবাবুর নাইডুর সঙ্গে জোট নিয়ে বৈঠকে বসেছিলেন রাহুল গান্ধী। প্রসঙ্গত, ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে কংগ্রেসের ভাঁড়ারে একটাও আসন আসেনি। অন্ধ্রপ্রদেশে কংগ্রেসের অস্তিস্ব নেই। কংগ্রেসের সঙ্গে জোটে গেলে চন্দ্রবাবুর দলের তেমন কোনও লাভ নেই। কংগ্রেস নেতৃত্ব মনে করছে, অন্ধ্রপ্রদেশে টিডিপি-র জায়গা নিতে পারে তারা। সেক্ষেত্রে চন্দ্রবাবুর বিরোধী ভোট যেতে পারে তাদের ঝুলিতে। অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের দাবি না মানায় গতবছর বিজেপির উপর থেকে সমর্থন তুলে নেন চন্দ্রবাবু নাইডু। ভোটের আগেই জোটের এই ভাঙন তবে কিসের ইঙ্গিত, নতুন জল্পনা রাজনাতির ময়দানে।