Date : 2024-04-18

আগুন নেভাতে আসছে রোবট

কলকাতা: শহরের বুকে ভয়াবহ ৫টি অগ্নিকান্ডের পর চিন্তিত হয়ে পড়েছে কলকাতা পুরসভা। বিশেষ করে গড়িয়াহাট ও বাগড়ি মার্কেট অগ্নিকান্ডের পর ব্যপক ক্ষয়ক্ষতি হয় ব্যবসা ক্ষেত্রে। তাছাড়া ফুটপাথের অস্থায়ী দোকানে প্লাস্টিক জাতীয় দাহ্য বস্তুর ব্যবহারে শহর ক্রমশ জতুগৃহে পরিনত হয়েছে। অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে দমকলের তরফে। তবুও বারবার সেই অগ্নিকান্ডের ঘটনায় বিপর্যস্ত হচ্ছে শহর। বিশেষ করে শহরের ঘিঞ্জি এলাকায় আগুন লাগলে সহজেই তা ভয়ানক ভাবে ছড়িয়ে পড়ছে। দমকলের তরফে বেগ পেতে হচ্ছে ঘিঞ্জি এলাকায় প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণ করতে।

আর সেই আগুন নেভাতে এবার রোবটের সাহায্য নিতে চলেছে দমকল। আগামী দেড় বছরের মধ্যে দমকল বিভাগের হাতে আসবে অত্যাধুনিক এই রোবট। বিশেষ করে রাসায়নিক বিক্রিয়ার ফলে আগুন লাগলে সেই আগুনের ভয়াবহতা অনেক বেশি হয়। সেই আগুনকে নিয়ন্ত্রনে আনতেই এই ধরনের রোবটের সাহায্য নেবে দমকল। দমকল বিভাগের ডিজি জানিয়েছেন, খুব দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে। রোবট প্রস্তাবের প্রতিলিপি ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে। কিন্তু কিভাবে কাজ করবে এই রোবট? বিশেষ করে প্রতিকুল পরিস্থিতিতে যেখানে দমকলকর্মীদের অকুস্থলে গিয়ে আগুন নেভানো সম্ভব নয় সেখানেই কাজ করবে এই রোবট। রিমোটের মাধ্যমে কিছু দুরত্ব থেকে নির্দেশ পাঠানো হবে রোবটকে। হাই টেম্পারেচর, ক্যমিক্যাল ফায়ার সহ বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করবে এই রোবট। প্রাথমিক পর্বে নিয়ে আসা হবে ৪টি রোবট। পরবর্তীকালে পরিস্থিতি বুঝে আরো রোবোট সংযুক্ত করা হবে। এছাড়া বহুতলে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনতে ড্রোনের সাহায্য নেওয়া হবে। খুব দ্রুত এই প্রক্রিয়া বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন দমকল বিভাগের ভারপ্রাপ্ত ডিজি। এই অত্যাধুনিক রোবট আসলে আগুন লাগলে তা নেভানো অনেকটাই সহজ হবে বলে মনে করছে দমকলের আধিকারিকরা।