Date : 2024-04-24

২৪ ঘন্টার মধ্যে এসএসসি-র মেধা তালিকা প্রকাশ না করলে ব্যবস্থা নেবে আদালত

কলকাতা: ২৪ ঘন্টার মধ্যে এসএসসি-এর মেধা তালিকা প্রকাশ না করলে স্কুল সার্ভিস কমিশনের সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কলকাতা হাইকোর্ট। এসএসসি সংক্রান্ত মামলায় আদালত অবমাননার জন্য এদিন কলকাতা হাইকোর্টে উপস্থিত থেকে বিচারপতির ভৎর্সনার মুখে পড়লেন এসএসসি-এর সচিব। ২০১৬ সালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয় ২০১৮ সালের মার্চ মাসে। এরপর চাকরিপ্রার্থীদের একাংশ অভিযোগ করে, মেধা তালিকা প্রকাশ না করেই সরাসরি প্যানেল প্রকাশ করেছে কমিশন যা পদ্ধতিগত ভাবে অবৈধ। তাই পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রাকাশের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থীরা। গত বছর ১৮ সেপ্টেম্বর আদালত ওই মামলার রায়ে স্পষ্ট নির্দেশে দেয়, পরীক্ষার্থীদের দাবি মতো ৪ সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে এসএসসি-কে। তবে তারপর ৩ মাসের বেশি সময় কাটলেও মেধাতালিকা প্রকাশিত করেনি স্কুল সার্ভিস কমিশন। মেধাতালিকা প্রকাশিত না হওয়ায় SSC-র সচিবকে আদালত অবমাননার অভিযোগে তলব করেন বিচারপতি। সেই মতো সোমবার আদালতে হাজিরা দেন স্কুল সর্ভিস কমিশলের সচিব।সেখানে তিনি দাবি করেন, আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। তবে তা মানতে রাজি হননি মামলাকারীদের আইনজীবী। মামলাকারীর আইনজীবীর দাবি মেধাতালিকা সংক্রান্ত কোন তথ্যই প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। এর পরই বিচারপতির চরম ভর্ত্সনার মুখে পড়েন SSC-র সচিব। বিচারপতি প্রশ্ন করেন, ‘মেধাতালিকা প্রকাশ করেছেন তো মামলাকারীদের তা জানাননি কেন? ২৪ ঘণ্টার মধ্যে মেধাতালিকা প্রকাশ না করলে আদালত অবমাননার দায়ে আপনাকে জেলে পাঠাব।’ চাকুরিপ্রার্থী একাংশের দাবি, এসএসসি-র নিয়োগ পদ্ধতিতে ব্যাপক দুর্নীতির কারণে এই তালিকা প্রকাশ্যে আনতে চাইছে না কমিশন।