Date : 2024-04-25

ফের কেন্দ্রের সঙ্গে সংঘাত, পদ ছাড়লেন দুই কর্মকর্তা

নয়াদিল্লি:লোকসভা ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল মোদীসরকার। সরকারের সঙ্গে মতবিরোধের জেরে পদ ছাড়লেন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের কার্যনির্বাহী চেয়্যারপার্সন পিসি মোহনন এবং ইন্ডিয়ান স্ট্যাস্টিক্যাল সার্ভিসের প্রাক্তন সদস্য জেভি মীনাক্ষী। অভিযোগ,স্বাধীনভাবে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে কেন্দ্রের হস্তক্ষেপে। ইস্তফা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহনন জানান, ভোটের মুখে কর্মসংস্থানের রিপোর্ট প্রকাশে বাধা দিচ্ছে কেন্দ্র। এমনকি কেন্দ্রের কাছে তার পদের গুরুত্বও কমছিল ক্রমশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কোণঠাসা করা হয় তাকে। স্বশাসিত প্রতিষ্ঠানে কেন্দ্রের হস্তক্ষেপের ঘটনা নতুন নয়। এর আগে সিবিআই, রিজার্ভ ব্যাঙ্কের কাজেও কেন্দ্রের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। সেই বিতর্ক নিরসনের আগেই ভোটের মুখে নয়া বিতর্কে কেন্দ্র। মোহনন তাঁর ইস্তফার কারণও স্পষ্ট করেছেন। তিনি বলেন, কর্মসংস্থানের রিপোর্ট প্রকাশ করতে দেওয়া হয়নি। দ্বিতীয়ত, ২০১৭-১৮ বর্ষে ন্যাশনাল স্যাম্পল সার্ভের অফিসের বেকার এবং কর্মসংস্থানের একটি রিপোর্ট ডিসেম্বরে অনুমোদন করে এনএসসি। কিন্তু সে রিপোর্টও এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। শুধু সংস্থার কার্যক্ষেত্রে হস্তক্ষেপই নয় মোহনন পরিকাঠামোর রক্ষণাবেক্ষণে গড়িমসি নিয়েও অভিযোগ তোলেন। মোহনন এবং মীনাক্ষীদেবীর ইস্তফা দেওয়ার আগেই ৭ সদস্যে এনএসসি কমিশনে ৩ টি শূন্য পদ রয়েছে। মোহননের এই অভিযোগে বেশখানিকটা বিপাকে পড়ল মোদীসরকার, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।