Date : 2024-04-18

জেনে নিন কোন কোন ক্ষেত্রে বাধ্যতামূলক প্যান কার্ড?

ওয়েব ডেস্ক: সরকারি প্রকল্পের সুবিধা পেতে শুধুমাত্র আধার কার্ডই যথেষ্ট নয়। প্যান কার্ড থাকাও অত্যন্ত জরুরি। আগেই এই ঘোষণা করেছে কেন্দ্র। ক্যাশে লেনদেনের পাশাপাশি ও সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার ক্ষেত্রেও প্যান কার্ড থাকা খুব জরুরি। এছাড়াও কোনও গাড়ি কিনলেও এখন প্যান কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ এর পাশাপাশি আপনি যদি ২.৫ লক্ষ টাকার বেশি ক্যাশে লেনদেন করেন তাহলে প্যান কার্ড বাধ্যতামূলক ৷ আপনার ব্যবসার টার্নওভার ৫ লক্ষ টাকার বেশি হয় সে ক্ষেত্রেও প্যান কার্ড বাধ্যতামূলক ৷ মিউচ্যুয়াল ফান্ড, বন্ডে ইনভেস্ট করলেও লাগবে প্যান নম্বর ৷ ৫০ হাজার টাকার বেশি লাইফ ইনস্যুরেন্স করালেও প্যান কার্ড বাধ্যতামূলক ৷ ১০ লক্ষ টাকার বেশি কোনও সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হয়েছে প্যান কার্ড ৷ এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলেও লাগবে প্যান নম্বর ৷ ২ লক্ষ টাকার বেশি কোনও জিনিস কিনলে যেমন গয়না তাহলেও দিতে হবে প্যান নম্বর ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০ হাজার টাকার বেশি জমা দিলেও লাগবে প্যান নম্বর ৷ শেয়ার কিনলে এবং তার দাম ১ লক্ষ টাকার বেশি হলে প্যান কার্ড লাগবে ৷