Date : 2024-04-20

কুষ্ঠমুক্ত ভারত কি শুধুই কষ্ট কল্পনা?

ওয়েব ডেস্ক: দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। রাত পোহালেই সংসদে কেন্দ্রীয় সরকার পেশ করতে চলেছে তাদের এই দফার শেষ অন্তর্বর্তীকালীন বাজেট। নাগরিকত্ব সংশোধন বিল থেকে তিন তালাক বিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করবে কেন্দ্র। কিন্তু প্রশ্ন উঠেছে ২০১৭ সালে কেন্দ্রের বাজেটে, ২০১৮ সালের মধ্যে দেশকে কুষ্ঠমুক্ত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারা আদতে বাস্তবায়িত হল না কেন? এদিন কেন্দ্রীয় মন্ত্রকের কুষ্ঠ দুরীকরণ বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল অনিল কুমার বলেন,”আমরা দেশ থেকে কুষ্ঠকে নির্মূল করবো ২০১৯ সালের ২ অক্টোবরের মধ্যে। WHO-র আগেই আমরা টার্গেট পূরণ করবো।” এবিষয়ে “হু” যে রিপোর্ট পেশ করেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। পরিসংখ্যানগতভাবে গোটা বিশ্বে যে পরিমান মানুষ কুষ্ঠ রোগে আক্রান্ত তার অর্ধেক রয়েছে এদেশেই। অনিল কুমার আরও বলেন, কুষ্ঠ একদিনে নির্মূল হওয়া সম্ভব নয়, সব ক্ষেত্রে কুষ্ঠ আক্রান্ত রোগীদের চিহ্নিত করে চিকিৎসা করাও সম্ভব হয়ে ওঠে না। তবে প্রশ্ন উঠছে কুষ্ঠমুক্ত ভারত শুধুই কি কষ্ট কল্পনা। প্রতিশ্রুতি, পরিকল্পনার বাইরে ভারত কবে কুষ্ঠকে জয় করতে পারবে?