ওয়েব ডেস্ক: ডিজিটাল ইন্ডিয়ার যুগে নতুন প্রজন্মের আয়ের উৎস থাক বা না থাক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা কিন্তু খুব জরুরি। কিন্তু বছর চার-পাঁচেক আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা ততটা ছিল না। একটা সময় ছিল যখন শহরে তো বটেই বিশেষ করে গ্রামের কোন মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা মানে তাকে ধনী ব্যক্তি বলে মনে করা হতো। বিশেষ করে সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাটা অাবশ্যক ছিল পেনশন বা ভাতার জন্য। কিন্তু কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আসার পর সারা দেশের অর্থনৈতিক ছবিটাই বদলে গেছে বিগত চার বছর ধরে। বিশেষ করে বিমুদ্রাকরণের পর দেশের মানুষের পুরনো নোট বদলের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা অনিবার্য হয়ে গেছিল। ইদানিং ব্যাঙ্কে ডিজিটাল পরিষেবা চালু হওয়ায় পরিষেবা বাবদ গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাঙ্ককে দিতে হয়। আপাত দৃষ্টিতে এই টাকার পরিমাণ কম মনে হলেও একবারে হিসাব করলে টাকার অঙ্কটা নেহাত কম নয়। কিন্তু এমন উপায় আছে যাতে আপনার এই অতিরিক্ত টাকা বা চার্জ বাঁচিয়ে ফেলতে পারেন। এই দশটি নিয়ম মেনে চললে ব্যাঙ্ক চার্জের এই টাকা থাকবে আপনার সঞ্চয় হয়ে।
১. এখন এটিএম ছাড়া টাকা তোলা সম্ভব নয়। আর এই এটিএম কার্ড বাবদ একটি নির্দিষ্ট ফাইন কেটে থাকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। প্রতি মাসে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এটিএম থেকে টাকা তুলতে হয়, নাহলে ফাইন ধার্য করে ব্যাঙ্ক। এই ফাইনের টাকা বাঁচাতে মাসে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিন। সঠিক ভাবে জেনে নিন মাসে কতবার আপনি ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন।
২.চেক বইয়ের ব্যবহার ছেড়ে নেট ব্যাঙ্কিং-এর সুবিধা নিন। কারণ অতিরিক্ত চেক বই ব্যবহারের জন্য আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাঙ্কে দিতে হয়। নেট ব্যাঙ্কিং-এর জন্য আপনাকে এই চার্জ দিতে হবে না।
৩. যারা নিয়মিত ক্রেডিট কার্ডের ব্যবহার করেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া টাকা সুদ দিয়ে দিন, নাহলে আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে। ব্যাঙ্ক আপনাকে অটো ডেবিটের সুবিধা দেয়। সেই টাকা সময় মতো না দেওয়া হলে বড় অঙ্কের টাকা কাটতে পারে ব্যাঙ্ক। তাই অ্যাকাউন্ট ব্যালেন্সের সঙ্গে সমতা রেখে খরচ করুন।
৪. ব্যাঙ্ক থেকে নির্দিষ্ট সময় নকল ইমেল স্টেটমেন্ট বেড় করে নিন। তাহলে সময় অসময় আপনাকে অ্যাকাউন্ট স্টেটমেন্টের জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে।
৫. অ্যাকাউন্টে নির্দিষ্ট ন্যুনতম ব্যালেন্স রাখার চেষ্টা করুন না হলে অনেক সময় ব্যাঙ্ক জরিমানা বাবদ আপনার সঞ্চিত অর্থ থেকে টাকা কেটে নিতে পারে। অথবা আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স না থাকলে মাইনাসে চলে যেতে পারে ব্যালেন্স। সেক্ষেত্রে আপনি টাকা অ্যাকাউন্টে রাখতে গেলে ওই মাইনাস করা টাকা কেটে নেওয়া হয়।
৬. যথেষ্ট পরিমান টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না থাকলে বড় অঙ্কের চেক দেবেন না কাউকে। এক্ষেত্রে চেক কোন কারণে বাউন্স করলে আপনার সঞ্চিত অর্থ থেকে নির্দিষ্ট পরিমান টাকা জরিমানা বাবদ ব্যাঙ্ক কেটে নেবে। এছাড়া এই ঘটনা ফৌজদারি মামলায় শাস্তিযোগ্য অপরাধ।
৭. স্টপ পেমেন্টের নির্দেশ দিতে হলে অনলাইন পরিষেবা ব্যবহার করুন। নাহলে পুনঃরায় নির্দেশ দিতে হলে আপনার থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা কেটে নিতে পারে ব্যাঙ্ক।
৮. ক্রেডিট কার্ড ব্যবহার যতটা সম্ভব কম করুন। এতে আপনার সুদ দিতে হবে না।