Date : 2024-04-24

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ দাঁতালের

মেদিনীপুর: রাতের অন্ধকারে বেঘোরে প্রাণ হারালো পূর্ণবয়স্ক দুই দাঁতাল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের নেপুরা এলাকায়। শনিবার সকালে একটি ইঁটভাটার কাছে পড়ে থাকতে দেখা যায় হাতি দুটিকে। স্থানীয়দের অনুমান, হাইটেনশন তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে ওই দুই হাতির। স্থানীয়দের দাবি, হাইটেনশন তারের তলা দিয়ে যাচ্ছিল হাতির একটি পাল। আর সেখানেই ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ঝুলেছিল। তাতে লেগেই ঘটে যায় ওই ভয়ঙ্কর ঘটনা। তবে হাতি দুটির মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখেছে বন দফতর। যদিও এই প্রসঙ্গে এলাকাবাসীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই তার ঝুলে ছিল সেখানে। বিদ্যুত দফতরে যোগাযোগ করা হলেও কোনও রকম সুরাহা মেলেনি। পাশাপাশি এলাকাবাসী জানায়, দিন ১৫ ধরে ৩০-৩৫ টি হাতির একটি দল গোটা এলাকা দাপিয়ে বেড়াচ্ছিল। বনদফতরের কর্মীরা একটি দলকে সরিয়ে নিয়ে গেলেও ফের তাদের দাপাদাপি শুরু হয়। আর সেই থেকেই এমন বিপত্তি বলে মনে করছেন এই গ্রামের বাসিন্দারা।