Date : 2022-06-29

বাজারে আসছে হন্ডা সিবি৩০০আর বাইক

ওয়েব ডেস্ক: ফেব্রুয়ারিতেই আত্মপ্রকাশ করতে চলেছে হন্ডা সিবি৩০০আর বাইক। এ দেশে ক্রমেই বাড়ছে ২০০-৫০০ সিসি মোটরসাইকেলের চাহিদা।

ইতিমধ্যেই পাঁচ হাজার টাকা দিয়ে বুকিং শুরু দেশের বিভিন্ন প্রান্তে। এই বাইকের এক্স-শো রুম দাম মোটামুটি দু’ লক্ষ ৩০ হাজার টাকা। একে হন্ডা সিবি১০০০আরের মিনি ভারসন বলাই যায়। রেট্রো লুকসের গোলাকার হেডল্যাম্প ও ৪১ এমএম আপসাইড ডাউন ফর্ক, অ্যালুমিনিয়াম হ্যান্ডলবার-সহ এই বাইকটি আসলে বেশ আকর্ষনীয়, এমনটাই বলছেন অটোমোবাইল বিশেষজ্ঞরা।

প্রায় ১০ লিটার তেল ভরা যাবে এর ইঞ্জিন। প্রায় ৩০০ কিমি সফর নিশ্চিন্তে সম্ভব, জানাচ্ছে সংস্থা। ফলে এটি জ্বালানি সাশ্রয়কারী বাইক।