ওয়েব ডেস্ক: পাহাড়ি নেরোকার বিপক্ষে ৪-৫-১ ছকেই দল সাজাচ্ছেন খালিদ জামিল। ডিফেন্সে ৩ পঞ্জাব তনয়ের ওপরই ভরসা রাখছেন খালিদ। নেরোকার সুভাষ সিং , কাতসুমির দৌড় রুখতে পাল্টা উইং প্লেতে জোর দিচ্ছে মোহন কোচ। ফেলিক্স চিডিকে রুখতে য়ুটা কিনাওয়াকির ওপরই বাড়তি দায়িত্ব বর্তাচ্ছে। প্রথম একাদশে শুরু করতে পারেন আজহারউদ্দিন মল্লিক, ড্যারেন ক্যালডেইরা। ওদিকে শনিবাসরীয় যুবভারতীতে বাগানের মাস্ট উইন ম্যাচে জাপান-হাইতিয়ান টক্কর দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। মোহনবাগানের বিপক্ষে লড়তে প্রস্তুত ব্রাজিলিয়ন এডুয়ার্দো। তাঁকে ছেড়ে কর্তারা যে ভুল করেছিলেন,সেটা আরও একবার প্রমাণ করতে মরিয়া নেরোকা ডিফেন্ডার। জুম্মাবারে শেষ অনুশীলনেও সোনিকেই বাড়তি দায়িত্ব দিলেন খালিদ। ম্যাচের আগের দিনও চলল দীর্ঘ অনুশীলন। তারপর আলাদা করে ফুটবলারদের সঙ্গে কথা বলে নেরোকা বধের ছক তৈরি করলেন খালিদ।