Date : 2024-04-20

প্রকাশিত হল মনীষার বই ‘হাউ ক্যান্সার গেভ মি এ নিউ লাইফ’

ওয়েব ডেস্ক: ক্যান্সার জীবন কেড়ে নিতে পারেনি বরং দিয়েছে নতুন জীবনবোধ। কিন্তু এই নতুন জীবনবোধ অর্জনের যাত্রাপথ মোটেই ততটা সহজ ছিল না। এবার সেই যন্ত্রনার দিনগুলির কথা দু-মলাটের বইয়ে তুলে ধরলেন মনীষা কৈরালা।’হাউ ক্যান্সার গেভ মি এ নিউ লাইফ’,প্রকাশিত হল তার আত্মজীবনীমূলক বই। এদিন মুম্বাইয়ে বইটির আনুষ্ঠানিক প্রকাশে উপস্থিত ছিলেন মনীষার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা। অনুপম খের, মহেশ ভাট, জ্যাকি শ্রফ, রেখা, শেখর কাপুর, দিয়া মির্জা, বিধু বিনোদ চোপড়া, গুলশান গ্লোভার, ভাগশ্রী প্রমুখেরাও ছিলেন এদিনের অনুষ্ঠানে। মনীষার বই প্রসঙ্গে অনুপম খের ইন্সট্রাগ্রামে লেখেন,’মনীষা ক্যান্সারের মত ভয়াবহ ব্যাধিকে জয় করেছে। এই রোগটির সম্পর্কে তার যথাযথ ধারণা এবং অভিজ্ঞতা রয়েছে। কারণ সে নিজে রোগটির সঙ্গে সংগ্রাম করে বেঁচে আছে। আমি চাই, সবাই মনীষার বইটির একটি করে কপি সংগ্রহ করেন’। প্রসঙ্গত, ২০১২ সালে মরণব্যাধি ‘এ ওভারিয়ান’ ক্যান্সারে আক্রান্ত হন মনীষা। বইটির ছত্রে ছত্রে তার ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্নিত হয়েছ