Date : 2024-03-19

জন্মদিনেই “মৃত্যু” বিতর্ক উস্কে দিল কংগ্রেস…

নয়াদিল্লি: জন্মদিনেই মৃত্যুদিন বিতর্ক উস্কে দিল কংগ্রেস। আজ ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে কংগ্রেসের তরফে একটি টুইট করা হয়, যেখানে নেতাজির ছবির সঙ্গে জন্মদিনের পাশাপাশি মৃত্যুদিন হিসেবে ১৮ অগাস্ট ১৯৪৫ তারিখটির উল্লেখ রয়েছে। এদিকে এই একই টুইট করে ফের বিতর্কে কংগ্রেস সভাপতি। প্রসঙ্গত, নেতাজির মৃত্যু সম্পর্কে সরকারিভাবে এখনও কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি ভারত সরকার। কেউ কেউ মনে করেন তাইহুকু বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।

আবার অনেকের ধারণা বিমান দুর্ঘটনায় নয়,ভিয়েতনামের জেলে মৃত্যু হয় নেতাজির। বছর দুয়েক আগে এমনই বিস্ফোরক দাবি করেছিলেন ফরাসি ঐতিহাসিক তথা অধ্যাপক জেবিপি মোরে।আজকের এই পোস্টের পর অনেকেই মনে করছেন, এই পোস্টের মধ্য দিয়ে কংগ্রেস নিজের অবস্থান স্পষ্ট করল। মোদী সরকার ক্ষমতায় আসার পর ২০১৫ সালে নেতাজির অন্তর্ধান রহস্য সম্পর্কিত নথি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি গঠন করে। সেই কমিটিও এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। এমন অবস্থায় নেতাজির ১২৩তম জন্মদিনে মৃত্যুদিন উল্লেখ করে টুইটে নতুন করে বিতর্ক উসকে দিল কংগ্রেস, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।