নদিয়া: অনলাইনে কেনা মোবাইল বিষ্ফোরনে আতঙ্ক ছড়াল নদিয়ার শান্তিপুরে। চার্জ দেওয়ার সময় মোবাইল ফেটে বিছানায় আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়াল নদিয়ার শান্তিপুরে। সূত্রের খবর, শান্তিপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে সর্বনন্দী পাড়ার বাসিন্দা সোমরাজ দে। পেশায় তিনি কাপড় ব্যবসায়ী। গত তিন মাস আগে অনলাইনে অর্ডার দিয়ে একটি স্মার্ট ফোন কেনেন তিনি। বুধবার রাতে প্রতিদিনের মতন মোবাইল বিছানায় রেখে ঘুমাতে যান সোমরাজ বাবু। আনুমানিক রাত দুটো নাগাদ হঠাৎই একটি শব্দ ও বিকট শব্দে ঘুম ভেঙে যায় তার। ঘুম পেয়ে উঠে পোড়া গন্ধ পায় সে।
তারপরেই বিছানায় মোবাইল জ্বলতে দেখে ওই কাপড় ব্যবসায়ী। এরপর জল ঢেলে ওই আগুন নিয়ন্ত্রণে আনেন ব্যবসায়ী। এই ঘটনায় ওই পরিবারে প্রবল আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভয়ে পরিবারের বাকি সদস্যরা ফোন ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন। মোবাইলটি যেহেতু অনলাইনে কেনা প্রশ্ন উঠছে মোবাইল সংস্থার জিনিসের মান নিয়ে প্রশ্ন উঠছে। এবং এরই সঙ্গে প্রশ্ন উঠছে অনলাইন সরবরাহকারী সংস্থার জিনিসের উপর। এই ঘটনার প্রতিবাদে সোমরাজবাবু ওই মোবাইল সংস্থার বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা দফতরে মামলা করে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।