ওয়েব ডেস্ক: অনেকদিন ধরেই সৌর মন্ডলে গোলাপি আভার সন্ধান পাচ্ছিল বিজ্ঞানীরা। তবে সৌর জগতে ঠিক কোথায় সেই আলোর উৎস তা ধরতে পারছিলেন না তারা। অবশেষে সামনে এলো রহস্য। আবিষ্কৃত হল সৌর মন্ডলের সবচেয়ে দূরবর্তী গ্রহ। সূর্য থেকে ৪.৬৫ বিলিয়ান মাইল দুরে অবস্থিত এই গ্রহের নাম ‘ফার আউট’ রাখলেন বিজ্ঞানীরা। সম্পূর্ণ বরফে ঢাকা এই গ্রহের গতি খুব ধীরে। এক হাজার বছর ধরে এই জ্যোতিষ্ক প্রদক্ষিণ করছে সূর্যকে। ১৭ ডিসেম্বর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার এই গ্রহের অস্তিত্বের কথা জানিয়েছে। গবেষনায় বিজ্ঞানীরা জানিয়েছেন, জিবি ৫০৪ বি এই প্ল্যানেটটি বৃহস্পতির থেকেও প্রায় ১২০ গুন বড়। বরফে বেশ কিছু অংশ ঢাকা হলেও ৪৬০ ডিগ্রী ফারেনাইট তাপমাত্রা থাকার কারণে সম্পূর্ণ গ্যাসে আবৃত এই গ্রহের রং গোলাপী। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যা তার চেয়ে আরও ৯৬ গুণ বেশি দূরত্বে অবস্থান করছে অন্য আর একটি বামন গ্রহ ‘এরিস’। নাসার তরফে এরিস-কেই এখনও পর্যন্ত সৌরমণ্ডলের সব থেকে দূরবর্তী স্থানে অবস্থিত মহাজাগতিক বস্তু হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এবার দূরত্বের বিচারে এরিস-কেও টেক্কা দিল ‘ফার আউট’। কার্নেগি ইনস্টিটিউশন অফ ওয়াশিংটন-এর জ্যোতির্বিজ্ঞানী স্কট.এস শেপার্ড এই গোলাপী জ্যোতিষ্কের আবিষ্কর্তা। তাঁর সঙ্গে সহকারী হিসাবে কাজ করেছেন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড থোলেন ও নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার ত্রুজিল্লো। বিজ্ঞানীদের মতে এই গ্রহ একটি বৃহৎ গ্যাসের বলয়। প্রবল মাধ্যাকর্ষণ শক্তি হওয়ার কারণে গ্রহানু থেকে ক্রমশ বৃহৎ আকার ধারণ করে বামন গ্রহের আকার নিয়েছে পিঙ্ক প্ল্যানেট ‘ফার আউট’।