উত্তর দিনাজপুর: সরকারি চাকুরী বা কোন প্রতিযোগীতামূলক পরীক্ষায় সফল হতে হলে আপনার সন্তানের ইংরেজি ভাষার উপর যথেষ্ট দখল থাকা আবশ্যক। কর্মস্থল থেকে শুরু করে সোশ্যাল নেটওয়ার্ক, ইংরেজি না জানলে অন্ধকার দেখতে হয়। কিন্তু সরকারী স্কুলে পড়িয়ে সন্তানকে ইংরেজি ভাষা শেখানোয় অনেক অভিবাবকেরই সন্দেহ রয়ে গেছে। প্রায়শই ইংরেজি লিখতে কলম ভাঙে বহু মেধাবী ছাত্র-ছাত্রীর। মোটা অঙ্কের টাকা খরচ করে বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলকে বেছে নেন তাদের সন্তানের শিক্ষার জন্য। তাই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষা ফেরানোর জন্য নানা উদ্যোগ গ্রহন করতে চলেছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় সাধারণ মানুষের সঙ্গে জনসম্পর্ক গড়ে তুলতে অভিনব উদ্যোগ গ্রহন করেছে উত্তর দিনাজপুর জেলার পুলিশ প্রশাসন।
চাকুলিয়া পুলিশের উদ্যোগে বিদ্যালয়ের পড়ুয়া সহ অন্যান্যদের ইংরেজিতে কথা বলা শেখাতে শুরু হল স্পোকেন ইংলিশ শেখাতে কোর্স। মজলিশপুর সেন্ট ইগনেশিয়াস বিদ্যালয়ে স্পোকেন ইংলিশ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি হিসাবে উপস্থিত থাকবেন উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার সুমিত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার আইপিএস কুমার শানু রাজ, চাকুলিয়া থানার আইসি দিলীপ রায় সহ অন্যানরা। স্পোকেন ইংলিশ ক্লাস প্রতি শনি ও রবিবার করে ও বিদ্যালয়ের ছুটির পর হবে। বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এই স্পোকেন ইংলিশ ক্লাসে নবম শ্রেনী ও তার উর্ধ্বে অন্যান্য শ্রেনীর ছাত্র ছাত্রীরা একেবারে বিনামূল্যে ইংরেজি শিখতে পাারবে। ইংরেজি বিষয়ে বিশারদ শিক্ষকেরা এই ক্লাস করাবেন। পুলিশ সুপার সুমিত কুমার বলেন, চাকুলিয়া থানা এলাকাতে চাঁদপুর থেকে ৪ টি কোচিং সেন্টার চালানো হচ্ছে। এবারে ইংরেজিতে কথা বলা শেখাতে উদ্যোগ নিল জেলা পুলিশ কর্তারা। ইংরেজি ভাষা শিখতে ১৫০ জন একসাথে এই কোর্সে করতে পারবেন। সরকারি চাকরী ও নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুযোগের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে স্পোকেন ইংলিশ কোর্সের শিক্ষার্থীরা। চাকুলিয়া পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন চাকুলিয়ার শিক্ষক মহল সহ কোর্সের ছাত্র ছাত্রীরা।