Date : 2024-04-25

দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে সোয়াইন ফ্লুয়ে আক্রান্তের সংখ্যা

ওয়েব ডেস্ক: বছরের শুরুতেই দেশ জুড়ে থাবা বসিয়েছে সোয়াইন ফ্লু। চলতি বছরের প্রথম মাসেই সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১৬৯ জনের। দিন কয়েকের জ্বর। সঙ্গে সর্দি-কাশি। দেশ জুড়ে প্রায় সাড়ে চার হাজারেরও বেশি মানুষের রক্তে মিলেছে সোয়াইন ফ্লুয়ের ভাইরাস। এই বছর সোয়াইন ফ্লু-তে আক্রান্তের পরিসংখ্যান রীতিমতো চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ইতিমধ্যেই রিপোর্ট পেশ করেছে। যা এক কথায় চমকে দেওয়ার মতো। কারণ বিগত বছরগুলির তুলনায় এই বছরে আক্রান্তের সংখ্যা প্রায় তিন গুণ বেশি। দেশ জুড়ে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রোগ নির্ণয়ের আগেই অনেক ক্ষেত্রে বিপদ বাড়ছে আক্রান্তদের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, সোয়াইন ফ্লু-য়ে আক্রান্তের মধ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি রাজস্থান, মধ্যপ্রদেশ , গুজরাত এবং মহারাষ্ট্রে। অন্যদিকে, দিল্লি ও হরিয়ানাতেও বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। রিপোর্ট অনুযায়ী, গত বছর সোয়াইন ফ্লু-তে মৃতের সংখ্যা ছিল ১,১০৩। ২০০৯ -র পর ২০১৫ সালে এই এইচ১এন১ ভাইরাস দেশ জুড়ে জাঁকিয়ে বসে। এই বছরের শুরুতেই সোয়াইন ফ্লু যে ভয়াবহ আকার নিয়েছে তাতে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের কপালে।