ওয়েব ডেস্ক: ফের অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের আয়োজন হতে পারে ভারতে। তবে এবার মহিলাদের অনুর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের আসর বসতে পারে। ২০২০ সালে অনুষ্ঠিত হতে চলা মহিলাদের যুব বিশ্বকাপের দরপত্র জমা দেওয়ার জন্য এআইএফএফকে ছাড়পত্র দিয়ে দিল কেন্দ্রীয় সরকার। চলতি মাসের শেষেই মহিলাদের যুববিশ্বকাপ আয়োজনের জন্য এআইএফএফকে ৫০ কোটি টাকার যে গ্যারেন্টি দিতে হয় সরকারের পক্ষ থেকে তা এখনই দেওয়ার কাথা জানানো হয়নি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে এআইএফএফ কোন খাতে কিভাবে টাকা কাজে লাগাতে চায় তার, ব্লু-প্রিন্ট পাওয়ার পরই তারা এই ব্যাপারে সিধ্ধান্ত নেবেন।