Date : 2024-04-20

চ্যালেঞ্জের মুখে উচ্চবর্ণ সংরক্ষণ বিল

ওয়েব ডেস্কঃ উচ্চবর্ণের সংরক্ষণ সংক্রান্ত কোটা বিল সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জের মুখে। বুধবারই রাজ্যসভায় পাশ হয় উচ্চবর্ণের সংরক্ষণ বিলটি। বৃহস্পতিবার এক স্বেচ্ছাসেবী সংগঠন এই বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানায়। বিলটি সংবিধান পরিপন্থি এই দাবিতেই সুপ্রিম কোর্টে আবেদন জানায় স্বেচ্ছাসেবী সংগঠনটি। পঞ্চাশ শতাংশের বেশি সংরক্ষণ দেওয়া যাবে না-ইন্দ্রসাহানি মামলায় সুপ্রিম কোর্ট এমনই রায় দিয়েছিল। সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে এই বিলের মধ্য দিয়ে লঙ্ঘন করা হচ্ছে এমনই অভিযোগ এই স্বেচ্ছাসেবী সংগঠনের। রাজ্যসভা ও লোকসভায় বিলটি পাশ হলেও বিরোধীদের একাংশের আশঙ্কা ছিল এই বিলকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হবে। সুপ্রিম কোর্টে আটকে যেতে পারে এই কোটা বিল। তাই, উচ্চবর্ণ সংরক্ষণ সংক্রান্ত কোটা বিল আপাতত ঝুলে থাকল শীর্ষ আদালতের চৌকাঠে।

Some other News