Date : 2024-03-29

সিবিআই-এর নয়া অধিকর্তা কে? জল্পনা তুঙ্গে

ওয়েব ডেস্ক: সিবিআই-এর নয়া অধিকর্তা কে? আজই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সিলেকশন কমিটি । প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে । দৌড়ে রয়েছে ১২ জনের নাম। তালিকায় রয়েছেন বাঙালি অফিসার রীনা মিত্র। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিব পদে কর্মরত রয়েছেন তিনি। প্রসঙ্গত, রাকেশ আস্থানা ও অলোক ভার্মাকে অপসারণ করার পর থেকেই সিবিআইয়ের নয়া অধিকর্তা নিয়োগ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে । তালিকায় রয়েছেন গুজরাটের ডিজি শিবানন্দ ঝা, সিআইএসএফ-এর ডিজি রাজেশ রঞ্জন । পাশাপাশি অধিকর্তার দৌড়ে রয়েছেন বিএসএফ ডিরেক্টর রজনীকান্ত মিশ্র, এনআইএ-র ডিজি ওয়াইসি মোদি মুম্বই-এর সিপি সুবোধ জয়সওয়াল । সিলেকশন কমিটিতে রয়েছেন লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একে সিকরি। তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন আইপিএস রিনা মিত্র। এদিকে ১৯৯৯ সালে পুলিশ পদক ও ২০০৮ সালে রাষ্ট্রপতি পদক পেয়েছেন রিনা মিত্র।