লন্ডন: ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির মধ্য দিয়েই কি ঘটবে ব্রেক্সিট বিতর্কের অবসান? এদিন সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি অনুমোদন প্রশ্নে ভোটাভুটি হবে। এর আগে গত ১১ ডিসেম্বর এই ভোট হওয়ার কথা থাকলেও চুক্তিটি প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কায় প্রধানমন্ত্রী থেরেসা মে তা শেষ মুহূর্তে স্থগিত করে দেন। এদিকে বিরোধী দলগুলির পাশাপাশি সরকার পক্ষের প্রায় ১০০ এমপি চুক্তির বিপক্ষে রায় দিয়েছেন। সম্পাদিত ব্রেক্সিট চুক্তিতে ব্রিটিশ আইনপ্রণেতাদের সমর্থন পাওয়া গেলে যুক্তরাজ্য যে ইইউর সংঘ ছাড়ছে,তা চূড়ান্ত হয়ে যাবে। সেই সঙ্গে অবসান ঘটবে দীর্ঘ আড়াই বছর ধরে চলা ব্রেক্সিট নিয়ে নাটক পর্ব। এদিন ভোটাভুটির আগে মে তাঁর চুক্তির পক্ষে সমর্থন চেয়ে সংসদে আবারও ভাষণ দেবেন। সোমবার প্রধানমন্ত্রী মে বলেন,সাংসদেরা যদি সম্পাদিত ব্রেক্সিট চুক্তি অনুমোদনের পক্ষে রায় না দেন,তাহলে চুক্তিবিহীন বিচ্ছেদের ঝুঁকি তৈরি হবে। ওই পরিস্থিতিতে ইইউর সঙ্গে বিচ্ছেদ সম্ভবত না-ও হতে পারে।