Date : 2024-04-20

উচ্চমাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে কড়া দাওয়াই সংসদের

কলকাতা: আগামী ২৬ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৩ মার্চ পর্যন্ত। উচ্চমাধ্যমিকেও মোবাইল ফোনে কড়া নিষেধজ্ঞা জারি করল সংসদ। ক্লাসরুমে মোবাইল পাওয়া গেলে পরীক্ষার পাশাপাশি বাতিল হবে রেজিস্ট্রেশন, সাফ জানাল সংসদ। এক চতুর্থাংশ পরীক্ষাকেন্দ্রে থাকবে মোবাইল ডিটেকশন সিস্টেম। ইতিমধ্যেই পূর্ব বর্ধমানের কাটোয়ায় মোবাইল ডিটেকশন ডিভাইস পৌঁছে গিয়েছে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের এই ডিভাইস দিয়ে দেখা হবে। এরপরই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা। মোবাইল, ক্যামেরা বা অন্য কোনও ইলেক্ট্রনিক ডিভাইস থাকলে তা ধরা পরবে এই স্ক্যানারে। শুক্রবার কাটোয়ার মূল কেন্দ্রে ১৮ টি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়। কীভাবে মোবাইল ডিটেকশন ডিভাইস ব্যবহার করতে হবে তার প্রশিক্ষণ দেওয়া হয় আধিকারিকদের। এদিকে পরীক্ষা চলাকালীন প্রতিটি ঘরে থাকবেন তিন জন পরিদর্শক। অপরাধীরা আর কোনও দিন সংসদের পরীক্ষায় বসতে পারবেন না,তাও স্পষ্ট করা হয়েছে সংসদের তরফে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বারবার অভিযোগ ওঠে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার, এরপরই নড়েচড়ে বসে সংসদ। তারপরই এই সিদ্ধান্ত।