Date : 2024-04-23

কাশ্মীর-কেরলের ধাঁচে তারকেশ্বরের গঙ্গায় ভাসবে বিলাসবহুল হাউসবোট

হুগলী: মাটি উৎসবের উদ্বোধনে গিয়ে তারকেশ্বরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার কথা ছিল। প্রথমে রাণি রাসমণি গ্রীন বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন। এবং তারকেশ্বর মন্দিরে পুজো দেন। রাজ্যের বিভিন্ন জায়গায় পর্যটনের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। সেই মর্মে গঙ্গা পরিভ্রমনের জন্য কাশ্মীর ও কেরলের ধাঁচে হাউসবোটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কাশ্মীর কিংবা কেরলে ঘুরতে গিয়ে হাউসবোটে থাকার রোমাঞ্চ উপভোগ করেননি এমন পর্যটক বোধহয় নেই। এবার রাজ্যে পর্যটকদের নৌকা বিহারের সেই আমোদ উপভোগ করাতে তারকেশ্বরেই এসে গেল কাশ্মীরের শিকারা।

গঙ্গা বক্ষে এই প্রমোদতরীর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। কেরল বা কাশ্মীরের মতো গঙ্গার বুকে এই নৌকা ভাসবে পর্যটকদের নিয়ে। কলকাতা থেকে কিছুটা দুরেই ছুটি কাটানোর এই বিলাসবহুল আয়োজন করেছে রাজ্য। প্রতি বছর কয়েক লাখ বিদেশি পর্যটক কলকাতায় আসেন। গঙ্গাবক্ষে এই হাউসবোট তাদের কাছেও অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে। এমনটাই আশাপ্রকাশ করেছেন রাজ্যের পর্যটন সচিব অত্রি ভট্টাচার্য। আপাতত গঙ্গাশ্রী ও জলশ্রী নামে দুটি বোট উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।