Date : 2024-03-29

ট্যুইটারে বায়ু সেনাদের শুভেচ্ছা বলি তারকাদের

ওয়েব ডেস্ক: মঙ্গলবার ভোররাত, যখন ভারতের ঘরে হয়তো গভীর নিদ্রায় আচ্ছন্ন আমি আপনি। নিয়ন্ত্রণরেখায় তখন ভারতের বীর সেনা জওয়ানরা প্রস্তুতি নিচ্ছে বদলা নেওয়ার। যুদ্ধং দেহি সাজে একের পর এক মোট ১২টি মীরাজ ২০০০ ফাইটার প্লেন উড়ে যায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে। ৮০ কিমি দূরে পাক অধিকৃত কাশ্মীরের আকাশে পাক খেতে খেতে ১ হাজার বোমার বৃষ্টি নামায় জইশ ঘাঁটিতে। ভোরের সূর্যোদয়ের আগেই সফল প্রত্যাঘাত হেনে ভারতীয় সেনা স্নান করে জইশ জঙ্গির রক্তে। সকাল হতেই বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রচারের কারণে সামনে আসে ইন্ডিয়ান এয়ার ফোর্সের বীরত্বের কাহিনী। গর্বিত গোটা দেশ উল্লাসে ফেটে পড়ে। স্যোশাল মিডিয়ায় ভারতীয় সেনাদের উদ্দেশ্যে শুভেচ্ছার পোস্ট ভরে ওঠে।

এখনও পর্যন্ত পাওয়া খবরে মৃত্যু হয়েছে প্রায় ৩০০ জঙ্গির। সবার মুখে মুখে ‘উরি’ সেই ডায়লগ ফিরছে “হাউ ইস দ্যা জোশ?”। রাজনৈতিক মহলের পাশাপাশি বলিউড থেকেও এসেছে শুভেচ্ছা বার্তা। অজয় দেবগন, পরেশ রাওয়াল, মল্লিকা শেরাওয়াত, অভিষেক বচ্চন, কৈলাশ খের সহ তারকারা নিজেদের টুইটার হ্যান্ডেলে IAF-এর উদ্দেশে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই এয়ার স্ট্রাইককে যোগ্য জবাব বলেই মনে করছেন তাঁরা। কারও মতে “এটা সত্যিই সুন্দর একটা সকাল।” ১৪ ফেব্রুয়ারি সেনা মৃত্যুতে যখন গোটা দেশ ফুঁসছে তখন ভোর রাতে বায়ু সেনার এয়ারস্ট্রাইক যেন দেশের কাছে সন্ত্রাসের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর দিন নিয়ে এলো।

প্রসঙ্গত, অমিতাভ বচ্চন, শাহরুখ খান সহ বলি তারকারা আর্থিক সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন শহিদ পরিবারগুলির দিকে। অক্ষয় কুমার তাঁর ট্যুইটে বায়ু সেনার মনোবল জুগিয়ে লিখেছেন, ‘অন্দর ঘুস কে মারো’। অজয় দেবগন, অনুপম খের, অভিষেক বচ্চন, সোনাক্ষী সিনহার মতো অনেকে ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দনবার্তা পঠিয়েছেন। সঙ্গে এও বলেছেন, ভারতীয় হিসেবে আজ তাঁরা গর্বিত।