Date : 2024-03-19

ভারতীয় মুদ্রার দাম বাড়ল ১০ পয়সা

মুম্বাই: সপ্তাহশেষে ১০ পয়সা বাড়ল ভারতীয় মুদ্রার দাম। এই নিয়ে পরপর দু’সপ্তাহে লাভের মুখ দেখল টাকা। শুক্রবার বাজার শুরুর সময় এক ডলারের ভারতীয় মুদ্রায় দাম ছিল ৭১.২৩ টাকা। একসময় তা কমে গিয়ে হয় ৭১.১৪ টাকা। প্রসঙ্গত, বাণিজ্যিক বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র-চিনের মধ্যে আলোচনার আগে শক্তি বৃদ্ধি পায় ডলারের। যার ফলে স্বাভাবতই কিছুটা দুর্বল হয়ে পড়ে ভারতীয় মুদ্রা। এবিষয়ে এইচডিএফসি সিকিউরিটির পিসিজি এবং ক্যাপিটাল মার্কেট স্ট্র্যাটেজির প্রধান ভি কে শর্মা বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে বাণিজ্যিক আলোচনার আগেই ভারতীয় মুদ্রা শক্তিশালী হয়ে উঠল। এটা আশার কথা। যদিও, এই দেশের বাজারের ওপর আমেরিকা ও চিনের বাণিজ্যিক কথোপকথন বা চুক্তির প্রভাব যে খুব বেশিদিন ধরে থাকবে, তেমনটা এই মুহূর্তে দাঁড়িয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না”। সূত্রের খবর, বিদেশি বিনিয়োগকারীরা গত শুক্রবার মোট ৬ হাজার ৩১১ কোটি টাকার বেশি নিয়োগ করেন জাতীয় বাজারে। দিনভর ওঠানামার পর এদিন শেষমেশ থিতু হয় ৭১.১৪ টাকায়।