Date : 2024-04-25

সরলেন রাজীব, কলকাতার নতুন পুলিশ কমিশনার অনুজ শর্মা

কলকাতা: লোকসভা ভোটের আগে রাজ্যে প্রশাসনিক রদবদল। কলকাতার নতুন নগরপাল হিসাবে দায়িত্ব পেলেন অনুজ শর্মা। এতদিন তিনি এডিজি আইনশৃঙ্খলার দ্বায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বদলে সিদ্ধিনাথ গুপ্তাকে দ্বায়িত্ব দেওয়া হল এডিজি আইন শৃঙ্খলার। সূত্রের খবর, নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন বছর ধরে যারা যে পদের দায়িত্ব সামলেছেন তাদের নিয়ম মেনেই রদবদল করা হল। প্রসঙ্গত, ১৬ জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে বলে, নির্বাচনের কাজে যুক্ত কোন অফিসার নিজের জেলার নির্বাচনের দায়িত্বে থাকলে তাকে সেই পদ থেকে সরাতে হবে। সেই নির্দেশিকার ভিত্তিতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে প্রশাসন সূত্রে। যদিও কোন একটি নির্দিষ্ট পদে তিন বছরের বেশি কোন অফিসার থাকতে পারেন না। তাই ৩১ মে ২০১৯ -এর তিন বছর পূর্ণ সব অফিসারদেরই অন্য পদে বদলি করা হবে। ৩১ মে ২০১৭ সালের মধ্যে যে সমস্ত নির্বাচন এবং উপ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যাঁরা ডেপুটি ইলেকশন অফিসার, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন তাঁদেরও করতে হবে বদলি এমনটাই নির্দেশিকা আছে নির্বাচন কমিশনের তরফে। নির্বাচন কমিশনের তরফে ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই কাজ শেষ করার নির্দেশিকা পাঠানো হয় নবান্নে। এদিকে সিবিআই আদালত অবমাননার মামলার শুনানির দিন ২০ ফেব্রুয়ারি ধার্য করেছে সুপ্রিমকোর্ট। তার আগেই বদলি হলেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার।