Date : 2024-03-29

বাজেটে কৃষকদের জন্য ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে: মোদী

ওয়েব ডেস্ক: বাংলায় লোকসভা ভোটের প্রচার শুরু করল গেরুয়া শিবির। এদিন ঠাকুরনগরের সভা থেকে সিন্ডিকেট ট্যাক্স থেকে কৃষক ঋণ মকুবসহ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন সারা ভারত মতুয়া মহাসংঘের আমন্ত্রণে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী মোদী। বড়মার সঙ্গে দেখা করে তিনি বলেন,”বড়মার সঙ্গে দেখা করে গর্ব অনুভব করছি।” এদিনের সভা থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমন করে তিনি বলেন,’ঋণ মকুবের নামে কৃষকদের সঙ্গে প্রতারণা করছে দেশের সমস্ত রাজনৈতিক দল৷ কেন্দ্রীয় সরকার গত সাড়ে ৪ বছর ধরে ক্রমাগত চেষ্টা করে চলেছে, কৃষক ও কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষদের উন্নতির জন্য৷ কৃষকদের নিয়ে রাজনীতি আমরা করি না৷’ তিনি আরো বলেন, কোনও সিন্ডিকেট ট্যাক্স থাকবে না৷ সরাসরি ব্যাঙ্কে ঢুকবে কৃষকদের ৬ হাজার টাকা ৷ অন্তর্বর্তীকালীন বাজেটের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন বাজেটে কৃষকদের জন্য ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এদিন সুর কাটল মাত্র ১৪ মিনিটেই। হঠাৎই চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হুড়োহুড়িতে আহত হন কয়েকজন। আহতদের মধ্যে মহিলার সংখ্যাই বেশী। এরপর দুর্গাপুরে জনসভায় যোগ দিয়ে ঠাকুরনগরের সভায় বিশৃঙ্খলার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, “ঠাকুরনগরে ভিড়ে কিছুটা সমস্যা হয়েছে। মা-বোনেদের অসুবিধা হয়েছে। তার জন্য ক্ষমা চাইছি।”