Date : 2024-04-24

ভোটের মুখে সুদ কমাল রিজার্ভ ব্যাঙ্ক

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগে বড়সড় স্বস্তিতে মোদী সরকার। সুদের হার কমালো রিজার্ভ ব্যাঙ্ক। এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শশীকান্ত দাস জানান, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। বর্তমানে এই রেট ৬.২৫। আগে এই রেট ছিল ৬.৫। রেপো রেটই নির্ধারণ করে আরবিআই ব্যাঙ্কগুলিকে কী হারে ঋণ দেবে। স্বাভাবিকভাবেই এই রেট কমে যাওয়ায়, ব্যাঙ্কগুলির আরবিআই-এর কাছ থেকে নেওয়া ঋণে সুদের হার কমল। প্রসঙ্গত, ভোটের আগে নরেন্দ্র মোদীর সরকারের এই দফার শেষ অন্তর্বর্তীকালীন বাজেটে কৃষক থেকে শ্রমিক, মধ্যবিত্ত সকলেই কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল কৃষকদের অনুদান, শ্রমিকদের পেনশন প্রকল্প, আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছেন। এবার মোদী সরকারকে স্বস্তি দিল আরবিআই। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের কাছে কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির জন্য একটি কেন্দ্রীয় সংগঠন গড়ার প্রস্তাব এসেছে। সূত্রের খবর, বিষয়টি ইতিবাচক ভাবেই ভাবছে আরবিআই। পাশাপাশি এদিন আরবিআই-এর গভর্নর শশীকান্ত দাস জানিয়েছেন, ২০১৯-২০ অর্থবর্ষে মুদ্রাস্ফীতি কমে হতে পারে ৩.২-৩.৪ শতাংশ। এছাড়া ৭.৪ শতাংশে পৌঁছতে পারে জিডিপি।