Date : 2024-04-20

৯ ফেব্রুয়ারি রাজীবকে জেরা করবে সিবিআই

কলকাতা: বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্তের বিষয়ে কলকাতা পুলিশ কমিশানর রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য ৯ ফেব্রুয়ারি শিলংয়ে ডাকল সিবিআই। ইতিমধ্যে শিলং-এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজীব কুমার। সেখানেই তাঁর সঙ্গে কথা বলবেন সিবিআই আধিকারিকরা। প্রসঙ্গত, সিবিআইয়ের করা মামলার পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি। শুক্রবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তথাগত বর্ধনের নেতৃত্বে সিবিআইয়ের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। সারদা কান্ডের তদন্ত ভার তথাগত বর্ধনের উপরই ছিল এতদিন। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি করা হয়েছে ১০০টি প্রশ্ন। তবে পাল্টা প্রস্তুতি নেওয়া হয়েছে লালবাজারের তরফেও। সূত্রের খবর, কলকাতা পুলিশ কমিশানরের সঙ্গে শিলং যেতে পারেন সিআইডির দুজন অফিসারও। এছাড়া সিবিআই-এর তরফে খবর, সিবিআই-এর পূর্বাঞ্চলীয় অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব উপস্থিত থাকতে পারেন শিলং-এ। সুপ্রিমকোর্টের নির্দেশ অনুসারে কথা বলবেন সিবিআই-এর আধিকারিকরা। প্রথমে রাজীব কুমারকে সিবিআই-এর তরফে একাধিকবার ডেকে পাঠানো হলেও দেখা করেননি তিনি। তদন্তের নিরপেক্ষতা প্রশ্ন তুলে অনেকবার সিবিআইকে চিঠি দিয়েছেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে সারদা তদন্ত যাতে ত্রুটিহীন ভাবে করা সম্ভব হয় তার জন্যই স্পেশাল ইউনিটে এসপিকে রাখা হয়েছে সূত্রের খবর এমনটাই। শুক্রবার কলকাতা পৌঁছে নিজাম প্যালেসে সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় অধিকর্তার সঙ্গে দেখা করতে পারেন দিল্লি থেকে আগত ১০ জনের স্পেশাল টিম।