Date : 2024-03-28

এবার আপনার যৌনজীবনে হানা দেবে এই নয়া প্রযুক্তি

ওয়েব ডেস্ক: বর্তমানে প্রযুক্তির উন্নতির সঙ্গেই বাড়ছে মানুষের প্রযুক্তির ওপর নির্ভরশীলতা। মেপে হাঁটা থেকে মেপে খাওয়া। আপনার প্রতি মুহূর্তের হিসেব রাখে প্রযুক্তি নির্ভর নানা অ্যাপ। কিন্তু প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীলতা এবার হানা দেবে আপনার বেডরুমে। আরও সহজভাবে বললে বলা যায় আড়ি পাতবে আপনার যৌনজীবনে। কিন্তু ভাবছেন কীভাবে? সৌজন্যে ‘ব্রিটিশ কন্ডোমস’ নামক কোম্পানি৷ সকলের মনেই একটি স্বাভাবিক ধারণা রয়েছে, কন্ডোম হল জন্ম নিয়ন্ত্রণ ও যৌনরোগ প্রতিরোধের একটি প্রতিষেধক। কিন্তু আপনি কি এই কাজ ছাড়াও কন্ডোমের অন্য ভূমিকা রয়েছে।

‘ব্রিটিশ কন্ডোমস’ সংস্থা জানিয়েছে , তাদের তৈরি এই অত্যাধুনিক ‘স্মার্ট কন্ডোম’ জন্ম নিয়ন্ত্রণ বা যৌনরোগ প্রতিরোধে অক্ষম। কারণ এই স্মার্ট কন্ডোমটি দেখতে ছোট একটি রিংয়ের মতো। একটি ব্লু-টুথ যুক্ত রয়েছে এই কন্ডোমের সঙ্গে৷ তবে সাধারণ কন্ডোমের বিকল্প হিসেবে এটিকে ব্যবহার করা যাবে না৷ তবে কেন স্পেশাল এই কন্ডোম? রতিক্রিয়ার সময় আপনার গতিবেগ কত ছিল, কোন পজিশন আপনি বেশি ব্যবহার করেছেন, সঙ্গমকালে আপনার কত ক্যালোরি এনার্জি নষ্ট হল, আপনার যৌনাঙ্গের তাপমাত্রা কত ছিল এবং মোট কতবার যৌনক্রিয়ায় লিপ্ত হয়েছেন সবই নাকি এক লহমায় বলে দেবে এই কন্ডোম। ৫৯.৯৯ পাউন্ডের এই অভিনব কন্ডোম ‘আই-ক্যান’ ইতিমধ্যেই বাজার ছেয়েছে। এক বছরের ওয়ারেন্টির পাশাপাশি রয়েছে মাইক্রোইউএসবি তার, যার সাহায্যে চার্জ ফুরিয়ে গেলে পুনরায় চার্জ দেওয়া যাবে এই ডিভাইসটিকে।